২৮শে মার্চ, ২০২৫

ওসি নেজামকে পিটিয়ে বহিষ্কার হলো স্বেচ্ছাসেবক দল নেতা শহীদুল

শেয়ার করুন

চট্টগ্রাম শহরের কোতোয়ালী থানার সাবেক ওসি নেজাম উদ্দীনকে পেটানোর ঘটনায় চকবাজার থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শহীদুল ইসলাম শহীদকে দল থেকে বহিস্কার করেছে স্বেচ্ছাসেবক দল।

মঙ্গলবার (৭ জানুয়ারি) নগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম রাশেদ খান ও সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাঁকে প্রাথমিক সদস্য পদ থেকে বহিস্কারের বিষয়টি জানানো হয়েছে।

গতকাল সোমবার দুপুরে নেজাম উদ্দীনকে পাঁচলাইশ পাসপোর্ট অফিসের সামনে প্রথম দেখেছিলেন কবাজার থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শহিদুল ইসলাম শহীদ এবং দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সাংগঠনিক সম্পাদক নুর হোসেন। পরে সঙ্গে থাকা নেতাকর্মীদের সাথে নিয়ে নেজাম উদ্দীনকে ঘিরে ধরেন এবং কলার ধরে টানাটানি করেন। এ সময় মারধরও করেন। কিছুক্ষণ পর পুলিশ তাদের হাত থেকে হেফাজতে নিয়ে থানায় নিয়ে যায়।

পরে স্বেচ্ছাসেবক দল নেতা শহীদুল ইসলাম শহীদ ফেসবুক তার ফেসবুক আইডিতে একটি লাইভ করেন। পরবর্তীতে ‘সবাই পাঁচলাইশ থানার সামনে আসেন, ওসি নেজামকে ধরছি’ লিখে একটি স্ট্যাটাস দেন। এই খবরে পাঁচলাইশ থানার সামনে জড়ো হন শতাধিক বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। নেজামকে গ্রেপ্তার দেখানোর দাবিতে তারা বিক্ষোভ করতে থাকেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে অতিরিক্ত ফোর্স মোতায়েন করে পুলিশ।

সে সময় শহিদুল ইসলাম শহীদ গণমাধ্যমকে বলেছিলেন, আমি পাসপোর্ট অফিসে একটা কাজে গিয়েছিলাম। সেখানে আমরা তাকে দেখতে পাই। তাকে জিজ্ঞেস করেছি, তিনি কোত্থেকে এসেছেন। তিনি বলেন, তিনি ঢাকা থেকে ছুটি নিয়ে এসেছেন। তিনি ছেড়ে দেওয়ার অনুরোধ করেছেন। আমরা বলেছি, আপনি আমাদের এত বছর অত্যাচার করছেন আমরাও তো অনুরোধ করে পা পর্যন্ত ধরেছিলাম। আপনি আমাদের ছাড়েননি। তিনি আমাদের বলেন, উপরের নির্দেশ ছিল। এরপর আমি তাকে টেনে নিয়ে আসতেছিলাম। ওসি সোলায়মান ভাই বলেছেন, ছেড়ে দিতে পুলিশের কাছে। কিন্তু আমরা থানায় আসার পর দেখছি তারা ওসি নেজামকে ছেড়ে দিয়েছেন।

শেয়ার করুন

আরও পড়ুন