চট্টগ্রাম শহরের বহদ্দারহাট থেকে ছাত্রলীগ নেতা রিয়াজ উদ্দিন সিকদারকে (৩০) গ্রেফতার করা হয়েছে।
আজ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) ভোরে তাকে গ্রেপ্তার করা হয়।
রিয়াজ সাতকানিয়া থানার পুরানগড় এলাকার মোস্তফার বাপের বাড়ির নুরুল ইসলাম সিকদারের ছেলে।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন জানান, চান্দগাঁও থানার মামলার আসামি রিয়াজ উদ্দিন সিকদার নগরের চান্দগাঁও থানার বহদ্দারহাট এলাকায় অবস্থান করছে।
সোমবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রিয়াজ উদ্দিন সিকদারকে গ্রেফতার করা হয়েছে।