চট্টগ্রামের রাউজান কলেজ মাঠে মাসব্যাপী বিজয় মেলার আয়োজন করা হয়েছিল। কিন্তু এ নিয়ে স্থানীয় বিএনপির দুই পক্ষের মধ্যে হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটেছে। উভয় পক্ষের বিরুদ্ধে হয়েছে মামলা এবং চার্জশীটও। জেলার মিরসরাইয়েও উপজেলার স্টেডিয়াম মাঠে মাসব্যাপী মেলার আয়োজন করেছিল অন্ধ কল্যাণ সমিতি নামের একটি সংগঠন। খেলার মাঠে মেলার আয়োজন করায় সর্বত্র সমালোচনার ঝড় উঠেছে। আবার মেলাকে কেন্দ্র করে কয়েক কোটি টাকার দোকান বাণিজ্যের অভিযোগও উঠেছে।
এদিকে, আজ চট্টগ্রাম সার্কিট হাউসে অনুষ্ঠিত জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় জেলা প্রশাসক ফরিদা খানম জানিয়েছেন, এবার উপজেলায় মেলা হবে একদিন।
তিনি আরও বলেন, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের দিন জেলা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে শুধুমাত্র একদিন ব্যাপী বিজয় মেলা অনুষ্ঠিত হবে। কোনভাবেই এক দিনের বেশী বিজয় মেলা হবে না এবং আর কোন মেলার অনুমতি দেয়া হবে না। ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের দিন শুধুমাত্র তোপধ্বনি, স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ, জাতীয় সংগীতের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, সালাম গ্রহণ ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন থাকবে।

এ সময় তিনি আরও বলেন, বিজয় মেলা নিয়ে কোন ধরণের অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হোক তা আমরা কখনো কামনা করিনা। দাঙ্গা-হাঙ্গামা করে মেলা করার প্রয়োজন নেই।
বিজয় মেলা প্রসঙ্গে জেলা পুলিশ সুপার (এসপি) রায়হান উদ্দিন খান বলেন, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী মেলা হবে একদিন। এর ব্যত্যয় ঘটবে না। মেলায় চাঁদাবাজি, মাদক, ইভটিজিং, জুয়া খেলা ও কোন ধরণের অনৈতিক কার্যকলাপ করতে দেয়া হবে না। মেলাকে ঘিরে কোন ধরণের আইন-শৃঙ্খলার দেখা দিলে প্রয়োজনে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসারদের মাধ্যমে ১৪৪ ধারা জারীর করার বিষয়ে গুরুত্বারোপ করেন তিনি।