২২শে মার্চ, ২০২৫

ইতিহাসে প্রথমবার পাকিস্তান থেকে সরাসরি জাহাজ এলো চট্টগ্রামে

শেয়ার করুন

বাংলাদেশের ইতিহাসে প্রথমবার পাকিস্তানের করাচি থেকে সরাসরি কার্গো ভেসেল এলো চট্টগ্রামে।

বুধবার (১৩ নভেম্বর) ঢাকায় পাকিস্তান হাইকমিশন এ তথ্য জানিয়েছে।

হাইকমিশন বলছে, করাচি থেকে সরাসরি পণ্যবাহী একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে এসেছে, যা দুই দেশের মধ্যে প্রথম সরাসরি সামুদ্রিক সংযোগকে চিহ্নিত করেছে। এই যাত্রা দুই দেশের মধ্যে সরাসরি বাণিজ্যের ক্রমবর্ধমান চাহিদাকে তুলে ধরেছে।

ঢাকায় পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ বলেন, এই শিপিং রুট পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য এবং ব্যবসায়িক সম্পর্ক বৃদ্ধি করার পাশাপাশি সমগ্র অঞ্চলের বাণিজ্য নেটওয়ার্ক বৃদ্ধির ক্ষেত্রে একটি বড় উদ্যোগ।

এই উদ্যোগটি কেবল বিদ্যমান বাণিজ্য প্রবাহকেই শুধু ত্বরান্বিত করবে না বরং দুই দেশের রপ্তানিকারকদেরকে ব্যবসার জন্য নতুন সুযোগের প্রচার করবে।

শেয়ার করুন

আরও পড়ুন