বিকেল ৫টার একটু পর জাসদ নেতা ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে সিএমএম কোর্টের নিচে আনা হয়। এসময় গাড়ি থেকে নামানোর সময় জুতা ও ডিম নিক্ষেপ করে বিএনপিপন্থী আইনজীবীর, যার বেশ কয়েকটি ইনুর শরীরে লাগে। এ সময় আইনজীবীরা ‘ইনুর চামড়া, তুলে নেব আমরা; ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, খুনি ইনুর ফাঁসি চাই’ বলে স্লোগান দেয়।
আজ মঙ্গলবার (২৭ আগস্ট) ৫টার একটু পর চিফ মেট্রোপলিটন আদালতের নিচে এ ঘটনা ঘটে।
এর আগে বিকেল ৪ টা ৫০ মিনিটের সময় হাসানুল হক ইনুকে কোর্টের সামনে নিয়ে আসে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল। নিরাপত্তার জন্য তাকে নিয়ে আসা গাড়ির সামনে-পেছনে পুলিশের তিনটি পটেকশন গাড়ি ছিল।

এদিকে, বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার মিছিলে রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদকে হত্যার অভিযোগে করা মামলায় গ্রেফতার ইনুর ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বিকেলে তাকে আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন তদন্ত কর্মকর্তা নিউমার্কেট থানার উপ-পরিদর্শক মোরাদ খান। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী হায়দারের আদালতে তার এ রিমান্ড মঞ্জুর করেন।
প্রসঙ্গত, গতকাল সোমবার রাজধানীর উত্তরার একটি বাসা থেকে হাসানুল হক ইনুকে গ্রেফতার করেছিল পুলিশ। তিনি আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের শরীক জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি। শরীক দল হিসেবে ইনু নৌকা প্রতীক নিয়ে নিজের এলাকায় টানা তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এর মধ্যে একবার তথ্যমন্ত্রীর দায়িত্বেও ছিলেন।







