একে একে আওয়ামী লীগ সরকারের এমপি-মন্ত্রীদের ব্যাংক হিসাবের লেনদেন স্থগিতের আওতায় আনছে অন্তর্বর্তী সরকার। গতকাল রোববার সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ ও তার স্ত্রী-কন্যার ব্যাংক হিসাবের লেনদেন স্থগিত করে। আজ সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও তার পরিবারের ব্যাংক হিসাবের লেনদেন স্থগিতের নির্দেশ দেওয়া হয়েছে।
আজ বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) সূত্রে এ তথ্য জানা গেছে।
মানিলন্ডারিং প্রতিরোধ আইন অনুযায়ী আগামী ৩০ দিনের জন্য সাইফুজ্জামান চৌধুরী জাভেদ ও তার স্ত্রী রুথমিলা জামান চৌধুরীসহ তাদের ছেলে ও কন্যার সব ব্যাংক একাউন্টের লেনদেন স্থগিত করার নির্দেশ দেওয়া হয়।

সূত্র জানায়, নির্দেশনায় আগামী ৫ কর্মদিবসের মধ্যে ওই সব একাউন্টে লেনদেনের তথ্যাদি প্রেরণ করারও নির্দেশ দিয়েছে ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট।
আরও পড়ুন : এস আলম গ্রপের মাসুদের ফাঁসি চেয়ে বিক্ষোভ, ব্যাংক পাড়ায় অস্থিরতা